Posts tagged ‘ফয়েজ ঊদ্দিন শাকিল’

মে 2, 2011

গেলাম বনবাস

ফয়েজ উদ্দিন শাকিল

জীবনটাকে পাঠালাম আজ বনবাস
অনেক বেশি ক্লান্ত আমি জীবন যুদ্ধে আজ
বেদোনা পুষ্টে ঘর বেধেছে বুকে কালো রক্তপিন্ড জমাট
নিয়তির কাছে অন্তহীন যেন মোর কপালে বেত্রাঘাত !!

জন্মাবধি প্রতীক্ষা যেন কবে সুবেহ সাদিক হবে
ভাবি প্রতিবার বুকবাধা আশা আনমনেতে
নিকশ কালো কপাল বুঝি মোর, এবার রোদের ঝিলিক পাবে ।
সহজ কথা আমার দ্বারা হবেনা কোন কাজ
জীবন যুদ্ধে শ্রেষ্ঠ লুজার, আমি আস্ত স্বপ্নবাজ ।

আজ আগুন জ্বলে মনের ভেতর নিজের পানে চেয়ে
বিব্রত আজ অনেক বেশি নিজের কপাল দেখে
স্বপ্ন হারানোর বেদনা আর সইবো কত বলো, নিভৃতে চুপ থেকে ।

অনেক কষ্টে ভাবছি আমি প্রিয় জনদের কথা
ভেজা চোখে মিনতি তোমায়, হে মহান খোদা
আমায় দেখে পায়না যেন তারা ইকটু ক্ষানি ব্যথা
আমার মত আর যেন কারো হয় না স্বপ্ন মরিচিকা ।

এপ্রিল 16, 2011

দেখব না শুনবনা বুঝব না

ফয়েজ ঊদ্দিন শাকিল

আর দেখবনা আর শুনবনা আর বুঝবনা
সব খনেতে নিয়ম ভাঙ্গা আর মানবনা
অনেক ধেখছি অনেক শুনেছি অনেক বুঝেছি
নিড়ব থকে ঘরের কোনে অনেক সয়েছি।

চার দিকে আজ সপ্ন দেখার জালবুনা
সেই জালেতে পরছি মোরা আনমনা
জাগো জাগো জাগো, বাঙ্গালী তুমি জাগো
আর কতো কাল ঘুমিয়ে তুমি থাকো?

জোর-জুলুম আর দখলে কেনো ঠাঁসা?
ইতিহাসকেও ছারিনি দিতে সর্বগ্রাসি থাবা
জন্ম থেকে আনেক দুর অনেক পথ হেটে এসেছি
সামনে নয় উল্টো পথে বরং বেসিই হেটেছি।

কেন কেবল নিজের কথাই অনেক বেসি ভাবো?
কেন না তুমি দেশকে এবার সবুজ রঙ্গে আঁকো?
অনিয়মের যাতার কলকে গুরিয়ে তুমি ভাঙ্গো।
যেনে রেখো একদিন হিসেব দিবে প্রতিটি কণা
যতই ছারো বুলি আর তুলো নির্যাতনের ফণা।

নিব

:উৎসঙ্গ সৃজন চিন্তনের একটি শোভন ছড়াপত্র

বাঙলা

আফসার নিজাম সম্পাদিত : চিন্তাশীল পাঠকের মননশীল সৃজন